চিকেন বিরিয়ানি

উপকরনঃ


পোলাওর চাল ১ কেজি, হাড়বিহীন মুরগির মাংস ১ কেজি, পেঁয়াজবাটা ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি বড় ৫ টি, রসুনবাটা ১ টেবিল চামচ, আদাবাটা ১ টেবিল চামচ, গরম মসলা, তেজপাতা  ৪ টি,  গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, জয়ত্রীর গুঁড়া ১ টেবিল চামচ, টকদই ২০০ গ্রাম, ঘি  ১ টেবিল চামচ, তেল ৩ টেবিল চামচ,লবণ পরিমাণমতো।


প্রনালীঃ 


প্রথমে একটি হাঁড়ি চুলায় বসিয়ে ওতে অর্ধেকটা ঘি এবং অর্ধেকটা তেল গরম করে বিরিয়ানির জন্য পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে তুলে নিন। তারপর মাংসগুলোকে সব মসলা দিয়ে মাখিয়ে ঘি এর মধ্যে ছেড়ে দিতে হবে সামান্য কষে নিয়ে ১/২ চা চামচ লবণ দিয়ে পানি দিয়ে মাংস রান্না করে নিন।

তারপর পোলাওর চাল ধুয়ে ঝরিয়ে নিন। অন্য একটি হাঁড়ি চুলোয় বসিযে ওতে বাকি ঘি ও তেল গরম করে নিন। তারপর তেজপাতা, গরম মসলা ছেড়ে দিন এবং পোলাওর চাল দিয়ে তাতে সামান্য লবণ দিন। পরিমাণমতো পানি দিয়ে পোলাও রান্না করা মাংসের উপর ছড়িয়ে দেবেন। এইভাবে সব মেশানো হলে একটু গোলাপ পানি ছিটিয়ে দিন। তৈরি হয়ে গেল চিকেন বিরিয়ানি।


আপনার পছন্দানুযায়ী ডিশে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।