নবাবি বিরিয়ানি

উপকরণ:

খাসির মাংস ১ কেজি, এলাচ, লবঙ্গ, দারুচিনি ৭-৮টি, রসুন বাটা, ১ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, জাফরান পরিমাণমতো, টকদই ১ কাপ, লবণ স্বাদমতো, গোলমরিচ গুঁড়া (সাদা) ২ চা চামচ, চিনি ১ টেবিল চামচ, জায়ফল-জয়ত্রী গুঁড়া ১ চা চামচ, পোলাওয়ের চাল আধা কেজি, বেরেস্তা ১ কাপ, আলু ভাজা ২-৩টি, পেস্তা-কাজু কুচি আধা কাপ, কাঁচামরিচ ১০-১১টি, ঘন দুধ ১ কাপ, ঘি ১ কাপ, মালাই আধা কাপ, আলুবোখারা ১০-১২টি, কিশমিশ ২ টেবিল চামচ, কেওড়া ২ টেবিল চামচ, জাফরান আধা চা চামচ, আদার রস ২ টেবিল চামচ।

 

প্রণালী:


মাংসের মধ্যে লবণ দিয়ে ১ ঘন্টা অল্প পানিতে ভিজিয়ে রাখুন। মাংস পানি থেকে তুলে পানি ঝরিয়ে নিন। এরপর আদার রস, রসুন ও পেঁয়াজ বাটা দিয়ে মাখিয়ে ১ ঘন্টা রাখুন।

 

এরপর বিরিয়ানির হাঁড়িতে প্রথমে মাখানো মাংস, তারপর আলু, কাজু ও আলুবোখারা দিন। চাল, কাঁচামরিচ, গরম মসলা দিয়ে কিশমিশ, পেস্তা কুচি দিন। ঘন দুধ ও মালাই দিয়ে ছয় কাপ পানি দিন। সব শেষে ঘি, জাফরান মিশ্রিত কেওড়া এবং কিছু বেরেস্তা ও ময়দা দিয়ে হাঁড়ির মুখ বন্ধ করে দিন। ৫ মিনিট বেশি জ্বালে এবং মাঝারি জ্বালে ১০ মিনিট অল্প আঁচে রাখুন এবং ১ ঘন্টা দমে রেখে নামিয়ে ফেলুন।